• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিমেইলের ছবি সংরক্ষণ হবে গুগল ফটোসে

প্রকাশিত: মে ২৮, ২০২১, ১২:৩১ পিএম

জিমেইলের ছবি সংরক্ষণ হবে গুগল ফটোসে

সিটি নিউজ ডেস্ক

নতুন আপডেটে জিমেইলে থাকা ছবি সরাসরি সংরক্ষণ করা যাবে গুগল ফটোসে। সম্প্রতি নতুন আপডেট যুক্ত করেছে গুগল। ব্যবহারকারীরা ‘সেভ টু ফটো’র মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন ছবিগুলো। বর্তমানে শুধুমাত্র ছবির জেপিজি ফরম্যাট সংরক্ষণ করা যায়।

গুগলের নতুন এই সংযোজনটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বলে মনে করছে অনেকেই। যার কারণ ২০১৯ সালে গুগল তাদের গুগল ফটোস এবং গুগল ড্রাইভের মধ্যে সিঙ্কটি বাতিল করেছিল।

গুগল ওয়ার্কপেস ব্লগে তাদের নতুন এই আপডেটের কথা জানায়। সংস্থা জানিয়েছে, ব্যবহারকারীরা জিমেইল থেকে সরাসরি ছবি সংরক্ষণ করতে পারবেন গুগল ফটোতে। সেক্ষেত্রে তাদের ‘সেভ টু ফটো’ অপশনটি নির্বাচন করতে হবে। একই সঙ্গে পাওয়া যাবে ‘অ্যাড টু ড্রাইভ’ অপশনটিও।

ব্লগে বলা হয়েছে, গুগলের নতুন আপডেটটি চালু থাকবে ডিফল্ট হিসেবে। ব্যবহারকারীরা ছবি নির্বাচন করে সেভ টু ফটো করলেই সেগুলো সংরক্ষণ হয়ে যাবে গুগল ফটোসে। পাশাপাশি গুগল ড্রাইভে সংরক্ষণের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করতে হবে।

গত সপ্তাহে গুগল নতুন আরও একটি আপডেটের কথা উল্লেখ করেছিল। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্রোমের ওভারভিউ মেনুতে একটি নতুন ‘অনুসরণ’ চালু হতে পারে। এর পাশাপাশি গুগল চালু করতে পারে ‘ক্রোম ক্যানারি’ নামে একটি চ্যানেলও।

আরআই/সবুজ/এএমকে
আর্কাইভ