• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছেলেকে মায়ের শেষ বিদায়

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ১২:৩১ এএম

ছেলেকে মায়ের শেষ বিদায়

নাটোর প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় নিহত চারুকলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলকে চির বিদায় দিয়েছেন তাঁর মা। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয়-স্বজন, বন্ধু, সহপাঠি ও এলাকাবাসী। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরন হয়। 

বুধবার(২ ফেব্রুয়ারী) দুপুর ২টা বাদ যোহর নাটোর পুরতান বাস টার্মিনাল পৌর জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় নামাজের জানাযা শেষে তাকে গাড়ীখানা গোরস্থানে দাফন করা হয়। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার দিকে রাজশাহীবিশ্ববিদ্যালয় থেকে পিকআপ ভ্যানে লাশ ও বিশ্ববিদ্যালয়ের ৮টি বাস নিয়ে হিমেলের মরদেহ নাটোর শহরের কাপুড়িয়াপট্রি (নানা বাড়ির পার্শ্বে) নববিধান উচ্চ বিদ্যালয়ে চত্ত্বরে আনা হয়। এ সময় হিমেলের কফিনে ফুলের শ্রদ্ধা জানান সর্বস্তরের সাধারণ মানুষ। হিমেলের মরদেহের সঙ্গে রাবির ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, প্রোভিসিসহ শিক্ষক এবং তার সহপাঠিরা আসেন।

পরে দুপুর দেড়টায় জানাযার জন্য লাশ নিয়ে যাওয়ার সময় শেষ বিদায়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত হিমেলের মা ও আত্মীয়-স্বজন।

লিমন/জনি
আর্কাইভ