• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৪:০২ এএম

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলার সদর উপজেলায় ৬নং বুড়িরচর ইউনিয়নে মো. জাবের হোসেন (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে দক্ষিণ বড় লবণগোলা এলাকায় ঘটনা ঘটে।

 

আহত জাবের বুড়িরচর ইউনিয়নের দক্ষিণ বড় লবণগোলা এলাকার ইমাম হোসেনের ছেলে।

 

জাবেরের মা সিটি নিউজ ঢাকাকে জানান, তার মেয়ে স্থানীয় স্কুলে দশম শ্রেণিতে অধ্যয়নরত। স্কুলে যাওয়া-আসার পথে দক্ষিণ বড় লবণগোলা এলাকার দুলাল চৌধুরীর ছেলে ইমাম (১৬) তার মেয়েকে নিয়মিত উত্ত্যক্ত করে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে  বিষয়ে ইমামের সঙ্গে জাবেরের তর্ক হয়। এ সময় জাবেরকে দেখে নেয়ার হুমকি দেয় ইমাম।

 

তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বরগুনা পৌর বাজারে আসার পথে ইমাম (১৬) তার সহযোগী রিমনসহ আরও কয়েকজন বড় লবণগোলা করাতকলের সামনে জাবেরের পথ রোধ করে। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে ছুরি দিয়ে জাবেরের পিঠে মাথায় আঘাত করে। পরে তাকে এলাকার লোকজন উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এসপি) মেহেদি হাসান সিটি নিউজ ঢাকাকে বলেন, ‘বিষয়টি জেনে আমরা খোঁজখবর নিচ্ছি। অভিভাকদের কেউ কোনো অভিযোগ দেয়নি। কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

এএমকে/এম. জামান

আর্কাইভ