• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০২:৫১ এএম

আশুলিয়ায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় প্রায় পাঁচ শতাধিক আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগের লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার, চুলাসহ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) আশুলিয়ার নরসিংহপুর ইউসুফ মার্কেট এলাকায় সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় বার্নারগুলো খুলে নেয়া হয়।

 

স্থানীয়রা জানায়, আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় মোটা অঙ্কে টাকা বিনিময়ে গ্যাসের অবৈধ সংযোগ দেন স্থানীয় কিছু প্রভাবশালী। প্রতিবার সংযোগ বিচ্ছিন্ন করার পর আবারও অবৈধ সংযোগ দেয়া হয়। গ্যাসের অবৈধ সংযোগের ছাড়াছড়িতে বৈধ সংযোগে গ্যাসের চাপ একেবারেই থাকে না। তাই এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে এসব অবৈধ সংযোগদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

 

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় কিলোমিটার জায়গায় পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

জেডখান/এএমকে/এম. জামান

আর্কাইভ