• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৩:৫৯ এএম

গাইবান্ধায় অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সদর উপজেলার মালিবাড়িপাড়া এলাকা থেকে অপহৃত কিশোরীকে (১৫) উদ্ধার করেছে র‌্যাব এ সময় এ কে এম বোরহান উদ্দিন (১৭) নামের এক অপহরণকারীকেও গ্রেফতার করা হয়।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে র‌্যাব-১৩, সিপিসি-, গাইবান্ধা কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১৬ জানুয়ারি) দুপুরে ক্যাম্পটির বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরের মালিপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। সময় অপহরণের শিকার ১৫ বছর বয়সী এক নাবালিকা উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

বোরহান উদ্দিন সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (সোনারপাড়া) গ্রামের ফরিদুল ইসলাম ওরফে ফরমুজের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদেঅপহরণের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বোরহান। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী গাইবান্ধা সদর থানায় একটি নিয়মিত মামলা চলমান রয়েছে। মামলার আসামিকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নূর/এম. জামান

আর্কাইভ