• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাদুল্লাপুরে আওয়ামী লীগের ১১ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৩:০৮ এএম

সাদুল্লাপুরে আওয়ামী লীগের ১১ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

গাইবান্ধা প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে ১১ জন স্বতন্ত্র (বিদ্রোহী) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহী এই প্রার্থীদের আওয়ামী লীগ অঙ্গসহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাকারিয়া খন্দকার সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতরা হলেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য রসুলপুর ইউনিয়নের স্বতন্ত্র (বিদ্রোহী) আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রবিউল করিম দুলা, সাদুল্লাপুর উপজেলা মৎস্যজীবী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মোটরসাইকেল প্রতীকের চাম্পা বেগম, নলডাঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আনারস প্রতীকের নূর আলম, দামোদরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক (প্রস্তাবিত) ঘোড়া প্রতীকের জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনারস প্রতীকের মনোয়ারুল হাসান, ফরিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আনারস প্রতীকের . কাহার আহম্মেদ শাহীন মিঞা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধাপেরহাট ইউনিয়নের ঘোড়া প্রতীকের নূরে আলম সিদ্দিকী, ইদিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ঢোল প্রতীকের জহুরুল ইসলাম মণ্ডল, সদস্য ঘোড়া প্রতীকের আব্দুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের টেলিফোন প্রতীকের নজল হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারস প্রতীকের সুরজিৎ চন্দ্র সরকার।

তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাকারিয়া খন্দকার বলেন, গঠনতন্ত্র অনুযায়ী উল্লিখিত স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আওয়ামী লীগ বরাবর তালিকা দেয়া হয়েছে।

জেডখান/এম. জামান

আর্কাইভ