• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৩:০৫ এএম

সিরাজগঞ্জে অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ চলাকালে পিস্তল প্রদর্শনকারী তিন যুবকের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই তিন যুবকের মধ্যে একজনকে রোববার (১৬ জানুয়ারি) গ্রেফতার করা হয়েছে। জনি হাজাম (২৩) নামে ওই যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল একটি তাজা গুলি উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জে বিএনপির পূর্বঘোষিত রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সময় পিস্তল হাতে কয়েকজনকে সংঘর্ষে অংশ নিতে দেখা যায়। এর পর তাদের ধরতে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় একটি পিস্তল একটি গুলিসহ জনি হাজামকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

১৬ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে শহরের ধানবান্দি মহল্লা থেকে জনিকে গ্রেফতার করা হয়। জনি সিরাজগঞ্জ পৌরসভার কোলগয়লা মহল্লার মৃত মান্নান খলিফার ছেলে। তাকে সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত সিটি নিউজ ঢাকাকে বলেন, ‘ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরপূর্বক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

জেডখান /এম. জামান

আর্কাইভ