• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুব বিশ্বকাপে কবে কখন বাংলাদেশের ম্যাচ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৬:০৪ পিএম

যুব বিশ্বকাপে কবে কখন বাংলাদেশের ম্যাচ

ক্রীড়া ডেস্ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে শুক্রবার (১৪ জানুয়ারি)। যুবাদের ক্রিকেটের সর্বোচ্চ এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। মোট চারটি গ্রুপে অংশ নিচ্ছে ১৬টি দল। প্রত্যেক গ্রুপে চারটি করে দল। সব মিলিয়ে মোট ৪৮টা ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি।

যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর দক্ষিণ আফ্রিকায় পরাশক্তি ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল টাইগার যুবারা। এই পথে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন আকবর আলি। গ্রুপপর্বে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শুরু করবে ট্রফি ধরে রাখার অভিযান। এবার লাল-সবুজের আর্মব্যান্ড রাকিবুল হাসানের কাঁধে।

যুব বিশ্বকাপে ২০০৪ ও ২০০৬ সালে একমাত্র দেশ হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে শুধু পাকিস্তানের। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে আছে রেকর্ড স্পর্শের হাতছানি।

আসরের আগে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে রাকিবুলদের। ১৬ জানুয়ারি সেন্ট কিটসে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। কী পরিকল্পনা এবার যুবাদের।

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেন, ‘গতবারের মতো এবারও আমরা ভালো দল। এবার দলে অনেক অলরাউন্ডার আছে গতবার যা ঘাটতি ছিল। তাও আমরা ভালো করেছিলাম। এবারের দল ভারসাম্যপূর্ণ। আমরা প্রথমে পরিকল্পনা করছি যেন সেমিফাইনাল খেলতে পারি। এ ছাড়া আমাদের তো ছোট ছোট লক্ষ্য, যেমন গ্রুপ পর্ব একটি একটি ম্যাচ করে এগোনো।

দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে পার্থক্য আছে অনেক। তবে, এ নিয়ে ভাবছে না রাকিবুলরা। ক্যারিবিয়ান কন্ডিশনও নাকি অনেকটাই চেনা হয়ে গেছে রাকিবুলদের। এ ছাড়া চাপমুক্ত হয়ে পরিকল্পনা অনুযায়ী খেলার লক্ষ্য তার। অধিনায়ক বলেন, ‘চাপ তো থাকেই। এসব নিয়ে ভাবলে চাপ আরও বাড়বে। আপাতত প্রথম ম্যাচটা নিয়ে ভাবছি।’

এবার বাংলাদেশ খেলছে '' গ্রুপ থেকে। এ-গ্রুপে লাল সবুজ যুবাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। 'বি' গ্রুপে উগান্ডার পাশাপাশি রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। উগান্ডা এই প্রতিযোগিতায় এই প্রথমবারের মতো অংশ নিচ্ছে। 'সি' গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি। 'ডি' গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। এই টুর্নামেন্টে খেলছে না নিউজিল্যান্ড। কোয়ারেন্টিন বিধিমালার কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তারা।

আসুন দেখে নেই যুব বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি :

১৬ জানুয়ারি : বাংলাদেশ ও ইংল্যান্ড

২০ জানুয়ারি : বাংলাদেশ ও কানাডা

২২ জানুয়ারি : বাংলাদেশ ও আরব আমিরাত

(সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়)

জেডআই/ডা

আর্কাইভ