• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে শীতার্তদের পাশে ‘শীতের হাসি’

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৬:৫১ পিএম

নাটোরে শীতার্তদের পাশে ‘শীতের হাসি’

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেনশীতের হাসি  নামের একটি সংগঠন। গরিব-অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে এই সংগঠনের মূল উদ্দেশ্য। প্রতি বছরই অসহায় মানুষের মাঝে সংগঠনটি লেপ বিতরণ করে থাকেন।

শনিবার ( জানুয়ারি) রাতে নলডাঙ্গা পৌরসভার কুটরীপাড়া গ্রামে লেপ বিতরণের কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। সময় তিনি কয়েকটি অসহায় পরিবারের হাতে লেপ তুলে দেন। সংগঠনের উদ্যোক্তা গণমাধ্যমকর্মী মামুনুল রশীদ উপস্থিত ছিলেন।

এটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২০ সালে এই সংগঠনের যাত্রা শুরু। সংগঠনের সদস্যরাই হচ্ছেন ডোনার সমাজের বিভিন্ন হৃদয়বান মানুষ আছেন যারা স্বপ্রণোদিত হয়ে সংগঠনটি সঙ্গে যোগাযোগ করে লেপ বানিয়ে দিচ্ছেন। লেপগুলো বিভিন্ন গ্রামের ছিন্নমূল অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন, ‘এই শীতে গরিব-অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে 'শীতের হাসি' নামে একটি সংগঠন। সবার উচিত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

নূর/ডা

আর্কাইভ