• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমি খুবই খুশি, খুবই গর্বিত : সাকিব

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৩:৩৯ এএম

আমি খুবই খুশি, খুবই গর্বিত : সাকিব

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক এই জয়ে গর্ববোধ করছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি খুবই খুশি, খুবই গর্বিত।’

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে বিরত রয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। ছিুটি কাটিয়ে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশে ফিরেছেন সাকিব।

শুক্রবার (৭ জানুয়ারি) একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের ক্রিকেটের এই আইকন বলেন, 'না! আমি বরং অনেক বেশি খুশি হয়েছি যে আমি ছাড়াও... শুধু আমি ছাড়া না, আমি থাকা না থাকা আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু মনে হয় না। যেটা গুরুত্বপূর্ণ, আমাদের দলটা খেলছে এবং কেমন করছে। তো সেদিক থেকে আমি খুবই খুশি, খুবই গর্বিত প্রতিটা খেলোয়াড়, প্রতিটা কোচিং স্টাফের ওপর।'

ক্রাইস্টচার্চে টসকে ম্যাচের নির্ধারক হিসেবে দেখছেন সাকিব। তিনি বলেন, ‘নতুন একটা ম্যাচ, প্রথম দিনটা খুবই গুরুত্বপূর্ণ। টস জেতাটা আমার মনে হয় যে এই টেস্টে বড় ভূমিকা পালন করবে। নিউজিল্যান্ডে সব সময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেট খুবই ভালো থাকে। টস জিতে যদি ফিল্ডিং করতে পারে আমার কাছে মনে হয় দলের জন্য সবচেয়ে ভালো হবে।’

হ্যাগলি ওভালের উইকেট চরিত্রগতভাবে পেসারদের পক্ষে। এ বিষয়ে তিনি বলেন, ‘সবুজ উইকেট হলেও আমাদের বোলারদের জন্যও সুবিধা থাকবে। আমাদের তিনজন পেসারই খুব ভালো বল করেছে। মিরাজও অসাধারণ বোলিং করেছে। ওদের (নিউজিল্যান্ড) তাই আমাদের বোলারদের খেলার কথাও মাথায় রাখতে হবে।

জেডআই/এম. জামান

আর্কাইভ