• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাটোরে ১৯ ক্রীড়াবিদের মাঝে চেক হস্তান্তর

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৯:৫১ পিএম

নাটোরে ১৯ ক্রীড়াবিদের মাঝে চেক হস্তান্তর

নাটোর প্রতিনিধি

নাটোরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন থেকে অসচ্ছল, আহত অসমর্থ ১৯ ক্রীড়াবিদ তাদের পরিবারের সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুবিধাভোগীর ১৯ ক্রীড়াবিদকে ২৪ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেন নাটোর- (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।

বক্তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহানায়ক। তিনি বৈষম্যমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তার নির্দেশিত পন্থায় উন্নত বাংলাদেশের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে অক্লান্ত পরিশ্রম করছেন জননেত্রী শেখ হাসিনা।

সহকারী কমিশনার খালিদ হাসান জানান, মোট ১৯ জন ক্রীড়াবিদ তাদের পরিবারের নিকট মোট লাখ ৫৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

নূর/ডা

আর্কাইভ