• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়লার গাড়িচাপায় মৃত্যু : ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৭:২৫ পিএম

ময়লার গাড়িচাপায় মৃত্যু : ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান এবং সংবাদপত্রকর্মী আহসান কবির খান নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারকে পাঁচ কোটি করে টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) ব্যারিস্টার ফয়েজ আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে ঢাকার ২ সিটি করপোরেশনকে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান গোলচত্বরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়িচাপায় নাঈম হাসান (১৭) নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এর পরের দিন ২৫ নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়িচাপায় প্রাণ হারান আহসান কবির খান। কবির খান দৈনিক সংবাদের কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। তিনি প্রথম আলোর সাবেক কর্মীও ছিলেন।

এএমকে/ডা

আরও খবর

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ