• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিটি নিউজে সংবাদ প্রচারের পর সহায়তা পেল সেই সুফিয়া

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৪:৪০ পিএম

সিটি নিউজে সংবাদ প্রচারের পর সহায়তা পেল সেই সুফিয়া

জুয়েল রানা, টাঙ্গাইল প্রতিনিধি

'৪০ বছর আটকা সুফিয়ার জীবন' শিরোনামে সিটি নিউজ ঢাকা সংবাদ প্রচারের পর সেই সুফিয়া বেগমকে সহায়তা দেয়া হয়েছে। সহায়তা পেয়ে খুশি সুফিয়া বেগম। তাকে ঘরসহ আরও সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


টাঙ্গাইলের গোপালপুরের জোত আতাউল্যা গ্রামের ৫৫ বছর বয়সী বিধবা নারী সুফিয়া বেগমের সংসার চলছে নিজ হাতে ঘুরানো ঘানি থেকে বের করা তেলের টাকায়। নিয়ে গত ১৬ নভেম্বর ‘৪০ বছর আটকা সুফিয়ার জীবন' শিরোনামে সংবাদ প্রচার করে সিটি নিউজ ঢাকা। পরে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসন স্থানীয় স্বেচ্ছাসেবীদের। তারই ধারাবাহিকতায় রোববার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠনআমরা গোপালপুরবাসীফেসবুক গ্রুপ যৌথভাবে সুফিয়া বেগমকে ঘানি ঘুরাতে আধুনিক একটি মেশিন উপহার দেয়। এতে ভাগ্য বদল হলো সুফিয়া বেগমের।


সুফিয়া বেগম বলেন, ‘আধুনিক এই মেশিন পেয়ে কষ্ট লাগব হবে। এখন অনেক ভালো লাগতাছে। আর কষ্ট করতে হবে না। 

সুফিয়া বেগমকে সহায়তা করতে পেরে খুশি এলাকাবাসী। প্রয়োজনে আরও সহায়তা করা হবে বলে জানান স্থানীয় স্বেচ্ছাসেবীরা 


উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক বলেন, ‘সুফিয়া বেগমকে ঘরসহ আরও প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দিচ্ছি। পরবর্তীতে আরও কিছু দেয়া হবে। গোপালপুর উপজেলায় বিভিন্ন সামাজিক অর্থনৈতিক কাজে সহায়তা করার জন্য আমরা বদ্ধপরিকর‘।

এলাকাকে অসহায় ও দারিদ্র্যমুক্ত করতে কাজ করার আশ্বাসও দিয়েছেন ইউএনও স্বেচ্ছাসেবীরা।

নূর/ডা

আর্কাইভ