• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় পিতা হত্যাচেষ্টার আসামিকে গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ১১:২২ পিএম

মাগুরায় পিতা হত্যাচেষ্টার আসামিকে গ্রেফতার

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদরের উথলি গ্রামে জমি লিখে না দেয়ায় পিতা শহিদুল হককে হত্যাচেষ্টাকারী পাষণ্ড পুত্র হানিফকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। 

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন র‌্যাব-৬এর কমান্ডিং অফিসার মেজর শরিফুল আহসান।

তিনি জানানবহুল আলোচিত এ ঘটনার পলাতক আসামি হানিফকে আজ (সোমবার) ভোররাতে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যশোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে মাদাকাসক্ত বলে র‌্যাবের ধারণা। তাকে মাগুরা থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গত ২৩ নভেম্বর সকালে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের উথলী গ্রামের শহিদুল হককে (৬০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের কব্জি কেটে ফেলে হানিফ। জমি লিখে না দেয়ায় পিতাকে কোপায় হানিফ। সে এখনও ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

আহত শহীদুলের বড় ছেলে মোস্তফা বাদী হয়ে ঐ দিন রাতেই মাগুরা সদর থানায় ছোট ভাই হানিফের নামে পিতাকে হত্যাচেষ্টার মামলা রুজু করে।

এস/এম. জামান

আর্কাইভ