• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাফ পাসের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ১১:০৯ পিএম

হাফ পাসের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করাসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছেন। সোমবারও (২৯ নভেম্বর) শিক্ষার্থীরা রাজপথে নামলে বাধা দিয়েছে পুলিশ। প্রগতিশীল আটটি ছাত্র সংগঠন এ কর্মসূচির আয়োজক ছিল। 

তিন দফা দাবিতে সোমবার দুপুর ১২টার দিকে শাহবাগ অবরোধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এরপর শাহবাগ পর্যন্ত এলে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে মিছিলকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন।

আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শাহবাগ অবরোধ করতে যাওয়া বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে রয়েছে- ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় সংবাদমাধ্যমকে বলেন, ‌‘পুলিশ জনগণের বন্ধু নয়। রাস্তায় মিছিলে হামলা করে প্রমাণ করেছে, তারা নিরাপদ সড়ক চায় না। তারা এর আগেও আমাদের ওপর হামলা করেছে। পুলিশ দিয়ে আন্দোলন থামানো যাবে না।’ 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, ‘শাহবাগ এটি গুরুত্বপূর্ণ মোড়। দুই পাশে দুটি হাসপাতাল রয়েছে। এই মোড় অবরোধ করা হলে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। তাই আমরা তাদের শাহবাগ মোড় অবরোধ না করার অনুরোধ করি। এরপরও তারা সামনে এগোতে চাইলে আমরা তাদের বাধা দেই। পরে তারা জাদুঘরের সামনে সমাবেশ করে তাদের কর্মসূচি শেষ করে।’

আন্দোলনকারীরা জানান, ২০১৮ সালের ৯ দফা বাস্তবায়ন না হওয়ায় আবারও রাজপথে নামতে হয়েছে তাদের। তবে শিক্ষার্থীদের একটি অংশ মঙ্গলবার (৩০ নভেম্বর) বিআরটিএ প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির কথা রয়েছে। এ ছাড়া আগামী ৭ ডিসেম্বর জাতীয় সংসদে স্মারকলিপি দেয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা।

এ দিন সকালে শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার বিষয়টি মেনে নিতে বেসরকারি বাস মালিকদের মেনে নেয়ার আহ্বান জানান সড়ক পরিবহনমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এস/এএমকে/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ