• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় একই ইউনিয়ন পরিষদে জামাই শাশুড়ির জয়লাভ

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ১১:০৭ পিএম

মাগুরায় একই ইউনিয়ন পরিষদে জামাই শাশুড়ির জয়লাভ

মাগুরা প্রতিনিধি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরার মহম্মদপুর উপজেলায় একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে শাশুড়ি ও পুরুষ সদস্য পদে জামাই জয়লাভ করেছেন। উপজেলার ১নং বাবুখালী ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে শাশুড়ি মোছা. আলেয়া খাতুন ও একই এলাকার ৩ নং ওয়ার্ড থেকে জামাই মো. রনি মোল্যা জয়লাভ করে। এ নিয়ে দুই পরিবারের ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

জামাই-শাশুড়ির জয়ে আলাদাভাবে ভোটারদের নজর কেড়েছেন তারা। ভোটগ্রহণের আগে ইউনিয়নের সর্বত্রই চলছিল জামাই-শাশুড়ির জয় পরাজয় নিয়ে আলোচনা।

জানা গেছে, বাবুখালী ইউনিয়নের ওই তিন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মোছা. আলেয়া খাতুন হেলিকপ্টার প্রতীক নিয়ে ২০৮৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৮৫ ভোট। জয়ী হতে মাঠ চষে বেড়িয়েছিলেন জামাই-শাশুড়ি। মোছা. আলেয়া খাতুন ও রনি মোল্যা আগেও একবার একই পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন।

আলেয়া খাতুন জানান, এবারও জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী ছিলেন। গতবার মাত্র কয়েক ভোটে পরাজিত হয়েছিলেন। বেশ কিছু ভোট বাতিল হয়েছিল। এ কারণে তিনি পরাজিত হন।

অন্যদিকে মোরগ প্রতীকে ৫৭২ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে ৩নং ওয়ার্ডের সদস্য পদে জয়ী হয়েছেন জামাই রনি মোল্যা। বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনিও। নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৩০ ভোট পেয়েছেন। নির্বাচনে ভোটাররা তাকেই বিজয়ী করবেন এমন আশা ছিল তার।

নবনির্বাচিত বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী বলেন, ‘জামাই শাশুড়ি দুইজনই জয়লাভ করেছেন। এ নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল কার কী হয়। শেষ পর্যন্ত দুইজনই জয়লাভ করেছেন।’

এস/এম. জামান

আর্কাইভ