• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সন্তান হারানোর কষ্ট কী, আমি জানি’

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ১০:২৭ পিএম

‘সন্তান হারানোর কষ্ট কী, আমি জানি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘সন্তান হারানোর কষ্ট কী আমি জানি। আমার কাছে সন্তানের হাসিমুখ ভালোবাসা অনেক মূল্যবান।’ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ময়লার ট্রাকের ধাক্কায় নিহত নাঈমের মৃত্যুর বিচার আমিও চাই। ঢাকায় এভাবে আর যেন কারও প্রাণ না হারায়।

তিনি আরও বলেন, ‘ময়লার ট্রাক চালক নিজে না চালিয়ে অন্যকে দিয়ে চালিয়েছেন। তার সর্বোচ্চ বিচার করা হবে। 

এর আগে, সহপাঠী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়েন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি না মানলে রোববার (২৮ নভেম্বর) থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার নটর ডেম কলেজের কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিল শাপলা চত্বর হয়ে গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। সময় নটর ডেম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মা প্রকাশ করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ প্রদর্শন করেছে।

নূর/এম. জামান

আর্কাইভ