• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেলবহরে যুক্ত হলো ১০টি কোরিয়ান ইঞ্জিন

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৩:৩১ এএম

রেলবহরে যুক্ত হলো ১০টি কোরিয়ান ইঞ্জিন

সিটি নিউজ ডেস্ক

বাংলাদশে দূরপাল্লার যাত্রায় জনপ্রিয় বাহন রেল। যাত্রীসেবার মান বাড়াতে রেলওয়েতে যুক্ত হচ্ছে নতুন ইঞ্জিন। তারই ধারাবাহিকতায় ১০টি ইঞ্জিন (লোকোমোটিভ) চট্টগ্রাম বন্দরে এসেছে। ইঞ্জিনগুলো দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে। খালাস করে পাহাড়তলী ডিজেল লোকোমোটিভ শপে রাখা হবে ইঞ্জিনগুলো।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (প্রজেক্ট) ইঞ্জিন ক্রয়ের প্রজেক্ট ম্যানেজার মো. হাসান মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেনের ১০টি ইঞ্জিন দেশে এসেছে। ইঞ্জিনগুলো বন্দর থেকে খালাস করার কাজ চলছে। খালাস করে ইঞ্জিনগুলো পাহাড়তলী ডিজেল শপে নিয়ে যাওয়া হবে। এরপর ইঞ্জিনগুলোর টেস্ট ট্রায়াল দেয়া হবে। টেস্ট ট্রায়ালের ১৫ থেকে ২০ দিন পর ইঞ্জিনগুলো রেলে যুক্ত করা হবে। ইঞ্জিনগুলো হাজার সিরিয়ালের।

কোরিয়া থেকে মোট ২০টি ইঞ্জিন আনার চুক্তি ছিল। এর মধ্যে আগেই ১০টি ইঞ্জিন এসেছে। রোববার ১০টি ইঞ্জিন এলো। এই ইঞ্জিনগুলো বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হলে রেলওয়ে পরিচালনায় গতি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কোরিয়া থেকে আমদানি করা এসব ইঞ্জিন যাত্রীবাহী ট্রেন ছাড়াও পণ্যবাহী ট্রেনে যুক্ত করা হবে। ফলে পণ্যবাহী ট্রেন থেকে আগের চেয়ে দ্বিগুণ রাজস্ব আয়ের আশা করছেন রেলওয়ে কর্মকর্তারা।

ইফাত/ডাকুয়া

আর্কাইভ