• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদায়ী সংবর্ধনায় যা বললেন তুষার ইমরান

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ১২:৪৯ এএম

বিদায়ী সংবর্ধনায় যা বললেন তুষার ইমরান

ক্রীড়া ডেস্ক

দেশের ঘরোয়া ক্রিকেটে এক অতিপরিচিত নাম তুষার ইমরান। দুর্ভাগ্য এই যে, খুব বেশি সময় এই ব্যাটারের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সৌভাগ্য হয়নি। ৩৮ ছুঁই ছুঁই এই ক্রিকেটার অবশেষে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন।

১২ হাজার রান থেকে মাত্র ২৮ রান দূরে থাকা তুষার ইমরান রোববার (২১ নভেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন।

এ দিন বিকেএসপির ৩ নম্বর মাঠে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে তুষারের খুলনা বিভাগ মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগের, ৪ নম্বর মাঠে সিলেট-রংপুর লড়ছে। তুষারকে সংবর্ধনা দেয়া হয় তার দল খুলনা যে মাঠে খেলছে সেখানে। লাঞ্চ বিরতির সময় এই সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায়বেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কাজ করার ইচ্ছা ব্যক্ত করলেন তুষার। তিনি জানানবাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে তার। বিসিসি থেকে প্রস্তাব পেলে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলতেও প্রস্তুত। কোচিংয়ে নিজের পরবর্তী ক্যারিয়ার গড়ার ইচ্ছে আছে।

এ বিষয়ে তুষার বলেন, ‘আজ আনুষ্ঠানিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললাম। লিস্ট-এ ক্রিকেট চালিয়ে যাব। ইচ্ছে আছে বিসিবির সঙ্গে কাজ করার। এখনও কোনো প্রস্তাব পাইনি। বিসিবি যদি মনে করে আমি যোগ্য, যেহেতু আমার লম্বা ক্রিকেট ক্যারিয়ার, আমি প্রস্তুত আছি। ইচ্ছে আছে কোচিং পেশাতেও যাওয়ার। জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেলে কাজ করতে চাই।

বিদায় অনুষ্ঠানে বিকেএসপিতে চার দলের ক্রিকেটাররা দুই সারিতে দাঁড়িয়ে হাত উঁচু করে তুষারকে গার্ড অব অনার দেন। এরপর তাকে ক্রেস্ট উপহার দেয়া হয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) পক্ষ থেকে।

তুষারকে বিদায় দিতে বিকেএসপিতে চলা চার দলের ক্রিকেটার, অফিসিয়াল ছাড়াও জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক, বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম এ সময় উপস্থিত ছিলেন।

তুষার ইমরান ২০০৭ সাল থেকে জাতীয় দলের বাইরে। ১৪ বছর আগে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ছিল তার বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ। এরপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও আর জাতীয় দলে ফেরা হয়নি। ৩৭ বছর ৩৩৬ দিন বয়সী এই ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করতে হলো ১১ হাজার ৯৭২ রান করে।

শনিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে অবসরের ঘোষণা দেন তুষার ইমরান। তিনি লিখেন- 'আগামীকাল (রোববার) প্রথম শ্রেণির ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে মাঠে যাব। দোয়া করবেন।'

জেডআই/এম. জামান

আর্কাইভ