• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোস্তাফিজের সেই ভক্ত কারাগারে

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ১১:৩০ পিএম

মোস্তাফিজের সেই ভক্ত কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেট মাঠে প্রবেশ নিষিদ্ধ ছিল দর্শকদের। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পেয়েছেন দর্শকেরা। সুযোগ পেয়েই গ্যালারির লোহার বেষ্টনী বেয়ে মাঠে ঢুকে পড়েন রাসেল নামের এক মোস্তাফিজ-ভক্ত। জৈব সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়ার অপরাধে গ্রেফতার রাসেল নামের সেই দর্শককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২১ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


শনিবার (২০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তখন ব্যাটিং করছিল পাকিস্তান। ব্যাট হাতে ক্রিজে তখন দুই অপরাজিত ব্যাটসম্যান ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান। এ সময় হঠাৎ পূর্ব দিকের গ্যালারির লোহার বেষ্টনী পার হয়ে মাঠে ঢোকেন রাসেল। তাকে সামালাতে মুহূর্তে মাঠে ঢুকে পড়েন বিসিবির নিরাপত্তা রক্ষীরাও। কিন্তু ততক্ষণে ওই অতি উৎসাহী দর্শক মাঠে ঢুকে মোস্তাফিজের পায়ে চুমু খান।

পরে রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল থানায় নেয়া হয়েছে। জানা গেছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী সাজা হবে রাজধানীর আদাবরের এই বাসিন্দার।

এ বিষয়ে মিরপুর জোনের টহল পরিদর্শক মোহাম্মদ মাহফুজুল হক বকশি বলেন, ‘আইনগতভাবে যেটি ঘটার সেটিই ঘটবে। আমরা প্রথম যে কাজটি করেছি, ঘটনা ঘটার পরই আমরা তাকে হেফাজতে নিয়ে নিয়েছি। আমাদের ডিসি স্যার ছিলেন, উনি সঙ্গে করেই থানায় নিয়ে গেছেন।

নিরাপত্তা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সিকিউরিটি লেবেল তো আসলে ভালোই ছিল। জৈব সুরক্ষা বলয়ের কারণে আমাদের যেখানে যেখানে প্রবেশ করা সম্ভব আমরা সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করেছি। রাসেল নামের সেই দর্শক টিকিট কেটেই ঢুকেছিল। ওর পরিকল্পনাই ছিল। ও মোস্তাফিজুর রহমানের পাগল ফ্যান। তো পরিকল্পনা করেই ঢুকেছিল। টিকিট কেটে তার জায়গাতেই ঢুকেছিল, হঠাৎ করে এই ঘটনাটি ঘটিয়েছে।

জানা গেছে, কুমিল্লা শহরে বাড়ি রাসেলের। বাবার নাম জাকির হোসেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ছাত্র তিনি।

বকশি বললেন, ‘সে মোস্তাফিজের জন্য পাগল। সে কোনোভাবে মোস্তাফিজের কাছে যেতে চেয়েছিল।

জেডআই/এম. জামান

আর্কাইভ