• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সৈয়দপুরে নৌকার মাঝি হলেন যারা

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ১১:২৯ পিএম

সৈয়দপুরে নৌকার মাঝি হলেন যারা

নীলফামারী প্রতিনিধি

চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী, নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ১নং কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিকো আহমেদ, ২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া সোহন, নং বাঙ্গালীপুর ইউনিয়নের সভাপতি ডা. শাহজাদা সরকার, ৪নং বোতলাগাড়ী ইউনিয়নের .লীগ সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু ৫নং খাতামধুপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসিনা বেগম।

.লীগের নির্বাচনী বোর্ডের ওই সিদ্ধান্ত রোববার (২১ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে জানিয়েছেন ঢাকায় অবস্থানরত সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দপুর উপজেলা পলিসদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক ইউনিয়নে ইউনিয়নে বর্ধিত সভার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দলের ত্যাগী নেতাকর্মীদের নাম বাছাই করে কেন্দ্রে পাঠালে উল্লেখিত প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।’

সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, চতুর্থ ধাপে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহার ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। নির্ধারিত তারিখে সুষ্ঠু  শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এটি সফল করতে প্রার্থী ভোটারদের সহায়তা কামনা করেন তিনি।

নূর/এম. জামান

আর্কাইভ