• ঢাকা মঙ্গলবার
    ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘কর্মসূচির নামে বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থা’

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ১০:৫২ পিএম

‘কর্মসূচির নামে বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেকোনো কর্মসূচি পালন করতে পারে। সেখানে আমাদের কিছু বলার নেই। তবে এসবের নামে তারা যদি ওই জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কিংবা জানমাল বিনষ্ট করার প্রচেষ্টা নেয় তাহলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।’

রোববার (২১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি দোয়া মাহফিল করতে পারে। মানববন্ধন করতে পারে। রাজনৈতিক দলের কর্মসূচি দিতে পারে। কিন্তু মানুষের জানমাল রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকবে।’

এর আগে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানায় পাঁচটি দল। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে পাঁচ দলের শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন।

নূর/এএমকে/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ