• ঢাকা মঙ্গলবার
    ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেষ টি-টোয়েন্টিতে মোস্তাফিজকে নিয়ে শঙ্কা

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০২:৫৯ এএম

শেষ টি-টোয়েন্টিতে মোস্তাফিজকে নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক

টানা দুই ম্যাচ হেরে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। শনিবার (২০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সফরকারীদের কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। ম্যাচ হারের সঙ্গে সঙ্গে পরের ম্যাচে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে হারাতে পারে লাল-সবুজ দেশ।

সিরিজ হারার ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ১৩তম ওভার তখন। ব্যাট করছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান ফাখর জামান ও মোহাম্মদ রিজওয়ান। এ সময় হঠাৎ পূর্ব দিকের গ্যালারির লোহার বেষ্টনী পার হয়ে মাঠে ঢুকে পড়ে এক দর্শক। তাকে সামালাতে মুহূর্তে মাঠে ঢুকে পড়লেন বিসিবির নিরাপত্তা রক্ষীরাও। কিন্তু ততক্ষণে ওই অতিউৎসাহী দর্শক মাঠে ঢুকে মোস্তাফিজের পায়ে লুটিয়ে পড়েন এবং পায়ে চুমু খান।

পরে জানা যায় ওই দর্শকের নাম রাসেল। বাড়ি কুমিল্লায়, থাকেন রাজধানীর আদাবরে। কিন্তু ওই ঘটনার আগে থেকেই পা নিয়ে অস্বস্তিতে পড়েন মোস্তাফিজ।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই কাটার মাস্টারের খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও ওই দর্শকের ঘটনায় না। আগে থেকেই ব্যথা অনুভব করছিলেন তিনি।

তাকে নেয়া হয়েছে পর্যবেক্ষণে। রোববার (২১ নভেম্বর) আবারও দেখা হবে তার অবস্থা। এরপরই জানা যাবে তৃতীয় ম্যাচে মোস্তাফিজ খেলতে পারবেন কি না। ইতোমধ্যেই সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ।

জেডআই/এএমকে

আর্কাইভ