• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফ্রিদির আচরণ অখেলোয়াড়সুলভ

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০২:৩৫ এএম

আফ্রিদির আচরণ অখেলোয়াড়সুলভ

ক্রীড়া ডেস্ক

টানা দুই ওভারে ২ উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ। তখন দলকে বিপদ থেকে উদ্ধার করতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি বাঁধেন আফিফ হোসেন। সেই সময় বোলিংয়ে ছিলেন শাহিন আফ্রিদি। তার করা তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মারেন আফিফ। চতুর্থ বলটি তার ব্যাটে লেগে ফাইন লেগ দিয়ে চার হয়।

পরপর দুই বলে পেটা খেয়ে নিশ্চয়ই ভালো লাগেনি আফ্রিদির। এই পাক পেসারের পরের বলে ড্রাইভ করে আফিফ। বলা যায় আফ্রিদির হাতে। বল পেয়েই আফিফের দিকে সেটি ছুড়ে মারেন আফ্রিদি। আঘাত করে আফিফের পায়ের অরক্ষিত অংশে।

বল গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে। তিনি সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে যান। আফ্রিদিসহ পাক ক্রিকেটাররা আফিফের কাছে গিয়ে চোট গুরুতর কিনা খোঁজ নেন বটে, তবে আফ্রিদির এমন আচরণ খেলোয়াড়সুলভ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আফ্রিদি ব্যাটসম্যানের কাছে ক্ষমা চেয়ে নিলেও আইসিসি বিষয়টিকে কীভাবে বিবেচনা করে-সেটাই এখন দেখার।

কিছুদিন আগেই শেফিল্ড শিল্ডের ম্যাচে একইভাবে ব্যাটসম্যানের দিকে বল ছুড়ে নির্বাসিত হন জেমস প্যাটিনসন। বাংলাদেশের বিপক্ষে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি করেন শাহিন আফ্রিদি।

জেডআই/এএমকে

আর্কাইভ