• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল ডেঙ্গু রোগী

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০২:২০ এএম

২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগের দিনই একশর নিচে নেমে এসেছিল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এক দিনের ব্যবধানে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪২ ডেঙ্গু রোগী।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। এর মধ্যে ১০৪ জন ঢাকায় এবং ৩৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৩ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৩৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০৭ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ২৬ হাজার ৩৪৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৭০২ জন। ডেঙ্গুতে এ সময়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

জেডআই/এএমকে

আর্কাইভ