• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার সুচিকিৎসায় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ১০:৩৬ পিএম

খালেদা জিয়ার সুচিকিৎসায় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিনা চিকিৎসায় খালেদা জিয়া মারা গেলে মানবাধিকারের চরম লঙ্ঘন হবে। তাই তার সুচিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (২০ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, 'বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, যিনি নিজেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন। রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে হয়রানি না করে, তার মুক্তির ব্যবস্থা করা সরকারের নৈতিক দায়িত্ব। তাই অসুস্থ খালেদা জিয়াকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী দেশ-বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাই।'

বয়স ও শারীরিক জটিলতা বিবেচনায় আইনের মারপ্যাচ না দেখিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতেও নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, বিনা চিকিৎসায় খালেদা জিয়া মারা গেলে এটা মানবাধিকার লঙ্ঘন হবে। যার জন্য বর্তমান সরকারকেও বিচারের মুখোমুখি হতে হবে বলে নেতৃবৃন্দ সরকারকে সতর্ক করেন।

এদিন সকাল সাড়ে ১১ টায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনটির আহবায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর বেগম জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

জেডআই/

আর্কাইভ