• ঢাকা বৃহস্পতিবার
    ৩০ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

গুঞ্জনের জবাব দিলেন নেহা কক্কর

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ১১:২৪ পিএম

গুঞ্জনের জবাব দিলেন নেহা কক্কর

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। গত বছর তার বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে সরগরম ছিল বলিউড। উঠেছিল আলোচনা-সমালোচনার ঝড়। পরে যদিও জানা যায়, একটি গানের প্রচারের জন্যই ‘মা হয়েছিলেন নেহা।

সেই বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন নেহা। সম্প্রতি ‘লাইফ অব কক্করস নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন নেহা। সেখানে তার সঙ্গে থাকবেন পরিবারের বাকি সদস্যরাও। অনুষ্ঠানের প্রথম পর্বেই প্রশ্ন, ‘নেহা কি মা হতে চলেছেন?’

অনুষ্ঠানেই অতীতের ট্রলিংয়ের প্রসঙ্গ টেনে আনেন নেহা। স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে গান তৈরি করেছিলেন। নাম ‘খয়াল রকখা কর। সেই গানের প্রচারে ছিল নেহার অন্তঃসত্ত্বা হওয়ার আভাস।

বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই কীভাবে সন্তান ধারণ করলেন, সেই প্রশ্ন করে কাঠগড়ায় তোলা হয়েছিল নেহাকে। নিজের এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে নেহা বলেন, ‘লোকে ভাবে, ইন্ডাস্ট্রির মানুষেরা এমনই হয়। বিয়ের আগেই অনেক কিছু করে ফেলে। নেহা কক্করের ওজনও তো একটু বেড়ে যেতে পারে। এই মুহূর্তে আমার ওজন বেড়েছে। তার মানে এই নয় যে আমি অন্তঃসত্ত্বা।’

নেহা জানিয়েছেন, আপাতত অভিভাবক হওয়ার ইচ্ছে নেই তার বা রোহনপ্রীতের। তার কথায়, ‘দু-তিন বছর আমি বা রোহনপ্রীত সন্তান নেয়ার কথা ভাবছি না। এখন আমরা নিজেদের সঙ্গ উপভোগ করতে চাই।’

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ