• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবস্ক্রিপশনের হালনাগাদ করছে ফেসবুক, বাড়ছে অর্থ আয়ের সুবিধা

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০৬:৪৯ পিএম

সাবস্ক্রিপশনের হালনাগাদ করছে ফেসবুক, বাড়ছে অর্থ আয়ের সুবিধা

সিটি নিউজ ডেস্ক

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটররা যাতে আগের চেয়ে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন, তা নিশ্চিত করতে সাবস্ক্রিপশনের হালনাগাদ করছে ফেসবুক। এখন থেকে যারা সৃজনশীল পেশায় যুক্ত আছেন, তাদের আরও বেশি অর্থ আয়ের সুযোগ করে দিতেই এই উদ্যোগ।

বুধবার ( নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এমন তথ্য দিয়েছেন।

তিনি বলেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তাদের সাবস্ক্রিপশনের একটি প্রচারমূলক লিংক চালু করছি। লোকজন যখন এই লিংক ব্যবহার করে সাবস্ক্রিপশন করবেন, তখন কন্টেন্ট ক্রিয়েটররা কর বাদে নিজেদের আয় করা অর্থ পাবেন।

তিনি আরও বলেন, ক্রিয়েটররা তাদের ভিউয়ারদের আরও বেশি স্বত্ব পাবেন। তারা যাতে নতুন সাবস্ক্রাইবারদের সবার ইমেল অ্যাড্রেস ডাউনলোড করতে পারেন, তাদের সেই সক্ষমতা দেওয়া হবে।

একটি বোনাস কর্মসূচি চালু করা হচ্ছে বলে জানান মার্ক জাকারবার্গ। তিনি বলেন, এতে প্রতিটি নতুন সাবস্ক্রাইবারের জন্য ক্রিয়েটরদের অর্থ পরিশোধ করা হবে। চলতি গ্রীষ্মে ঘোষিত ১০০ কোটি মার্কিন ডলার ক্রিয়েটর বিনিয়োগের অংশ হিসেবে তাদের অর্থ দেওয়া হবে।

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ