• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফেসবুক নয়, নাম পরিবর্তন হয়েছে কোম্পানির

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ১০:৫৭ পিএম

ফেসবুক নয়, নাম পরিবর্তন হয়েছে কোম্পানির

আন্তর্জাতিক ডেস্ক

এত দিনের চেনা-জানা ফেসবুক পরিবর্তন হয়ে যাচ্ছে এমনই গুঞ্জন ছিল চারদিকে। গুঞ্জন সত্যি হয়নি। পরিবর্তন একটা এসেছে ঠিকই। আর তা ফেসবুকের করপোরেট নামে।  তবে যে সামাজিক যোগাযোগমাধ্যম আমরা ব্যবহার করি, সেটা ‘ফেসবুক’ নামেই থাকছে।

নাম পরিবর্তনের এই ঘোষণা মার্ক জাকারবার্গ দিয়েছেন বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক ভার্চ্যুয়াল সম্মেলনে। নতুন নামটি তাদের মেটাভার্স তৈরির লক্ষ্যের প্রতিফলন, মূল সামাজিক যোগাযোগমাধ্যম সেবার নয় বলে জানান। সে সময় তিনি বলেন, ‘এখন আমাদের ব্র্যান্ড কেবল একটি পণ্যের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত যে তা হয়তো আমরা এখন যা করছি, তারই পুরোটা উপস্থাপন করতে পারছে না, ভবিষ্যতের কথা বাদই দিলাম।’

এখানে বলে রাখা ভালো, জাকারবার্গদের তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম সেবাটির নাম ‘ফেসবুক’, যেটা আমরা ব্যবহার করে সবার সঙ্গে যোগাযোগ রাখি। আর যে প্রতিষ্ঠান সে সেবা পরিচালনা করে, সেটির নাম এত দিন ছিল ‘ফেসবুক ইনকরপোরেটেড’। এই প্রতিষ্ঠানের অন্য সেবাগুলোর মধ্য রয়েছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অকুলাস, পোর্টাল, ওয়ার্কপ্লেস ইত্যাদি।

সামাজিক যোগাযোগমাধ্যম সেবা এবং মূল প্রতিষ্ঠানের নাম এক হয়ে যাওয়ায় মানুষ মূল প্রতিষ্ঠানের কাজের পরিসর সম্পর্কে পূর্ণ ধারণা পাচ্ছিল না বলে মনে করেন জাকারবার্গ। আর সে কারণেই বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম সেবার নাম ‘ফেসবুক’ রেখে মূল প্রতিষ্ঠানের নাম বদলে ‘মেটা’ করা হয়েছে বলে লাইভ ভিডিওতে তিনি জানান।

তবে আগামী এক দশকে ফেসবুককে ক্রমে মেটাভার্সের ভার্চ্যুয়াল দুনিয়ায় রূপান্তরের স্বপ্নের কথা বলেছেন মার্ক জাকারবার্গ। যেখানে ব্যবহারকারীরা আভাটার বা হলোগ্রাম প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে কথোপকথন চালাতে পারবেন। আর সে কাজে ১০ হাজার নতুন কর্মী এবং প্রথম বছরেই অন্তত এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।

 

শামীম/ডাকুয়া

আর্কাইভ