• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিস্তায় নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৬:৪১ এএম

তিস্তায় নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি

তিস্তায় নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

তিনি বলেন, ’তিস্তায় নাব্যতা ফিরিয়ে আনা এবং যেসব বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে এসব বাঁধ নতুন করে তৈরি করতে দ্রুত আন্তঃমন্ত্রনালয় বৈঠক আহবান করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২২ অক্টোবর) রাত আটটার দিকে নীলফামারী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ এলাকার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ’জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার, ধনী সরকার। অভাব নেই এই সরকারের আমলে। ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে এখোনো। বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি মানুষ সরকারের সহায়তা পাবেন এবং তাদের পুর্নবাসন করা হবে।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মো. মহসিন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ এবং জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বক্তব্য দেন।

 

ইফাত

আর্কাইভ