• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে ত্যাগী প্রার্থীর মনোনয়ন না পাওয়ায় সড়ক অবরোধ

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৫:৩৭ এএম

ইউপি নির্বাচনে ত্যাগী প্রার্থীর মনোনয়ন না পাওয়ায় সড়ক অবরোধ

রংপুর ব্যুরো

সামনেই তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এতে দেশের বেশ কয়েকটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই একটি রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন পরিষদ। সেখানে নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণায় ত্যাগীদের প্রার্থীদের বাদ দেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে নেতা কর্মীরা।

শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮টায় রংপুর-বদরগঞ্জ সড়ক অবরোধ করে মমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করে।

নেতা কর্মীরা অভিযোগ করে বলেন, আগামী মনিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিনহাজুল নামে যাকে নৌকার প্রার্থী করা হয়েছে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের কেউ নয়। ঘোষিত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে পুনরায় ত্যাগী প্রার্থীদের মধ্য থেকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা।

জানা যায়, রংপুর সদর উপজেলার মমিনপুর খলেয়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে আজ বিকেলে নৌকার প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। এর মধ্যে মমিনপুর ইউনিয়ন থেকে নৌকার জন্য আবেদন করে সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কামরুজ্জামান চান, ধর্ম সম্পাদক আব্দুল মজিদ, সদস্য রেজাউল ইসলাম। তবে তাদের কাউকে নৌকার মনোনয়ন না দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজুলকে মনোনীত করা হয়। ত্যাগী নেতাদের বাদ দিয়ে সহযোগী সংগঠন থেকে প্রার্থী দেয়ায় ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিস অভিযোগ করে বলেন, ‘যাকে নৌকার প্রার্থী করা হয়েছে তাকে কখনও দলীয় কর্মকান্ডে দেখা যায়নি। ত্যাগীদের বাদ দিয়ে নৌকা প্রার্থী মনোনীত করায় আমরা হতাশ। তাই আজ আমরা আমাদের অস্থিত্ব রক্ষায় সড়কে এসে দাড়িয়েছি। যদি এই প্রার্থী প্রত্যাহার না করা হয় তবে আমাদের আন্দোলন চলমান থাকবে।

মমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অহেদুল ইসলাম অদু বলেন, ‘এত ত্যাগী নেতা থাকা সত্ত্বেও হাইব্রিড নেতাকে মনোনীত করা হল। ঘটনায় আমরা ক্ষুব্ধ। দ্রুত এই প্রার্থীর প্রত্যাহার দাবি করেন তিনি।

বিষয়ে রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির বলেন, ’আমরা রেজুলেশন করে ত্যাগীদের নাম কেন্দ্রে পাঠালেও ত্যাগীদের মূল্যায়ন হয়নি। তাই মমিনপুর ইউনিয়নের প্রার্থী মনোনয়নের বিষয়টি পূর্ব বিবেচনার দাবী জানাচ্ছি।

বিষয়ে জানতে চাইলে নৌকার মনোনীত প্রার্থী মিনহাজুল বলেন, ‘আমি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। দলের প্রতি আমার ত্যাগ ভালোবাসা দেখেছে দল। এছাড়া আমাকে যোগ্য মনে করেছে বলেই মনোনীত করেছে।

আগামী ২৮ নভেম্বর রংপুর সদর উপজেলার মমিনপুর খলেয়া ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

ইফাত

আর্কাইভ