• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘গণপাহারাই পারে চক্রান্ত রুখতে’

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০২:৩২ এএম

‘গণপাহারাই পারে চক্রান্ত রুখতে’

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে দুই দিনব্যাপী গণপাহারায় অংশ নিয়েছেন রেল-নৌ, যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণকমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে মন্দিরে প্রতীকী গণপাহারায় অংশ নেন তারা।

 

প্রতীকী গণপাহারায় বক্তারা বলেন, বাংলাদেশ আজ আন্তর্জাতিক চক্রান্তের শিকার। এই দেশকে এ দেশের জনগণকেই রক্ষা করতে হবে। কেবল গণপাহারাই পারে এই চক্রান্তকে রুখে দিতে। 

 

তারা আরও বলেন, পরিচয়ের রাজনীতি নয়, নাগরিক হিসেবেই নাগরিকের পাশে দাঁড়াতে হবে। বিভক্তির রাজনীতির বিপক্ষে জনগণকে দাঁড়াতে হবে। 

 

রেল-নৌ, যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি মো. নাহিদ হাসান নলেজ বলেন, সংগঠিত জনগণই ইতিহাসের নির্মাতা। বিভাজন নয়, সকল ধর্ম গোত্রের শান্তির দেশ বাংলাদেশ। এ দেশে যারাই জনগণকে বিভক্ত করতে চাইবে, তারাই বাংলাদেশের শত্রু। 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, মামুন, হামিদুল, সাঈদী আলম, রাষ্ট্রচিন্তা সদস্য মামুন উর রশিদ, সাম্য রাইয়্যানসহ আরও অনেকেই।

 

সারা দেশে অসাম্প্রদায়িকতা রুখতে দুই দিনব্যাপী গণপাহারার প্রথম দিন পালনের পর দ্বিতীয় দিনের কর্মসূচি ঘোষণা করেন রেল-নৌ, যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম জেলা শাখা।

 

টিআর/এম. জামান

আর্কাইভ