• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

উন্নত দেশের কাতারে শামিল হচ্ছে বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০২:১৪ এএম

উন্নত দেশের কাতারে শামিল হচ্ছে বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ এখন উন্নত দেশের কাতারে শামিল হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এলজিইডি মন্ত্রী বলেন, ‘যারা তালেবানদের মুক্তিযোদ্ধা বানাতে চায় তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। বাংলাদেশ আপামর মানুষের দেশ হবে, এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন।’

 

মন্ত্রী আরও বলেন, ‘আমরা দারিদ্র্যের নাগপাশ থেকে বেরিয়ে এসে উন্নত দেশের কাতারে শামিল হচ্ছি। এক শ্রেণির মানুষ এ উন্নয়নকে ভালো চোখে দেখছে না। দেশে কৃষি, বিদ্যুৎ যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান ও পুলিশ সুপার মোখলেছুর রহমান। এ ছাড়া পৌর মেয়র রাফিকা আকতার জাহান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

 

টিআর/এম. জামান

আর্কাইভ