• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাথরুমে মারা গেছে নির্মাতা মাসুদ পথিকের ছেলে

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০১:২৭ এএম

বাথরুমে মারা গেছে নির্মাতা মাসুদ পথিকের ছেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা মাসুদ পথিকের একমাত্র ছেলে অনুসূর্য মারা গেছে। তার বয়স হয়েছিল মাত্র ৮ বছর। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

মাসুদ পথিকের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাথরুমে গোসল করতে যায় অনুসূর্য। অনেকক্ষণ হয়ে গেলেও সে বাথরুম থেকে বের হচ্ছিল না। পরে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেলে দরজা ভেঙে বাথরুমে তাকে মৃত পাওয়া যায়।

জানাজা শেষে নরসিংদীতে গ্রামের বাড়িতে সমাহিত করা হবে অনুসূর্যকে। ছেলের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মাসুদ পথিক।

উল্লেখ্য, নির্মাণের পাশাপাশি কবি হিসেবেও বেশ পরিচিত মাসুদ পথিক। এ ছাড়া তিনি গানও লেখেন। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তার পরিচালিত চলচ্চিত্র ‘মায়া : দ্য লস্ট মাদার’ ২০১৯ সালে ৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এখানেও একটি ক্যাটাগরিতে পুরস্কার পান মাসুদ পথিক।

 

শামীম/এম. জামান

আর্কাইভ