• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক কলাগাছে ১০ মোচা!

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০১:০১ এএম

এক কলাগাছে ১০ মোচা!

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি

কলাগাছের ফুল মোচা নামে পরিচিত। এই মোচা থেকে বের হয় কলার কাদি। নির্দিষ্ট সময় পর সেটি পরিপক্ব হয়ে খাওয়ার উপযোগী হয়। সাধারণত একটি কলাগাছে একটিই মোচা হয়।

 

কিন্তু প্রকৃতির অদ্ভুদ সব খেয়াল মাঝে মাঝে চার দিকে সাড়া জাগিয়ে তোলে। তেমনি একটি কলাগাছে একসঙ্গে ১০টি মোচা হওয়াটাও মানুষের মাঝে সাড়া জাগিয়েছে। আশ্চর্যজনক এ দৃশ্যটি এক নজর দেখার জন্য ভিড় করছে উৎসুক জনতা।

 

প্রকৃতির এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে গাইবান্ধার জামালপুর ইউনিয়নের গোপালপুর (পূর্বপাড়া) গ্রামে ঘটেছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে এক কলাগাছে ১০টি মোচা দেখার জন্য মানুষ ভিড় করছেন। কেউ কেউ স্থির চিত্র ও ভিডিও চিত্র ধারণ করতেও ব্যস্ত।

 

কলাগাছ মালিক মোজাম্মেল হক সিটি নিউজ ঢাকা’কে জানান, বাড়ির পাশে তার জমিতে সাগর কলার বাগান করেছেন। এ বাগান থেকে কিছু সংখ্যক কলাগাছ উপড়ে ফেলেন তিনি। সম্প্রতি পরিত্যক্ত একটি গাছ থেকে ১০টি মোচা বের হয়।

 

তিনি আরও জানান, অবাক এ কাণ্ডের খবর শুনে স্থানীয় লোকজন দেখার জন্য ভিড় করতে থাকে। এর একপর্যায়ে সেটি যেন নষ্ট না হয়, এ বিবেচনায় কলাগাছটি বাড়ির আঙিনায় পুনরায় রোপণ করা হয়েছে। এখন ১০টি মোচার মধ্যে ২টি মোচা নষ্ট হয়েছে।

 

বীথি খাতুন নামের এক কিশোরী বলে, একই গাছে থোকা থোকা মোচা দেখে বেশ ভালো লেগেছে। বাড়ির সবাইকে দেখার জন্য ছবি তুলে নিলাম।

 

জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মফিজল হক এ তথ্য নিশ্চিত করে জানান, এমন ঘটনা আল্লাহর নিদর্শন নিয়ামত। সবই পারেন সৃষ্টিকর্তা।

 

টিআর/এম. জামান

আর্কাইভ