• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চালককে হত্যার চেষ্টা করে ইজিবাইক ছিনতাই

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ১২:৪৪ এএম

চালককে হত্যার চেষ্টা করে ইজিবাইক ছিনতাই

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে দিনদুপুরে চালককে হত্যার চেষ্টা করে তার ইজিবাইক ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বাউন্ডারি এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত চালকের নাম হাসান আলী (৪২)। তিনি পার্বতীপুর বেলাইচণ্ডীর সোনাপুকুর মাঝাপাড়ার আজিমুদ্দিনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন জীবিকার তাগিদে সৈয়দপুরে আসেন ইজিবাইক চালাতে আসেন হাসান আলী। চারজন দুর্বৃত্ত যাত্রীবেশে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং ধারালো কিছু দিয়ে মাথায় আঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। কিছু দিন আগে তিনি ৬০ হাজার টাকায় নতুন ব্যাটারি কিনেন বলে জানান তার বাবা।

 

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় গভীর আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাইলে ব্যবস্থা নেওয়া হবে।

 

টিআর/এম. জামান

আর্কাইভ