• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্যা ও ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১০১

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ১২:১০ এএম

বন্যা ও ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১০১

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এ পর্যন্ত অন্তত ১০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া ৪১ জনের মতো নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ অক্টোবর) কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।

দেশটির পুলিশের দেওয়া তথ্য মতে এক নম্বর প্রদেশেই মারা গেছেন ৬০ জন। সুদূর পশ্চিম প্রদেশে মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। বন্যাজনিত কারণে ৪০ জন আহত হয়েছে, তাদের মধ্যে ১৯ জন এক নম্বর প্রদেশের, চারজন কারনেলির এবং ১৭ জন সুদূর পশ্চিম প্রদেশের।

নিখোঁজ ৪১ জনের মধ্যে ২৩ জনই সূদুর পশ্চিম প্রদেশের এবং বাকি ১৩ জন এক নম্বর প্রদেশের। তাদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বর্ষাকাল শেষ হওয়ার সময় দেশটিতে অক্টোবরের এই সপ্তাহের শুরুতে পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বহু মানুষকে দুর্গত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি, ফসলি জমির।

পুলিশের তথ্য অনুয়ায়ী, বন্যা ও ভূমিধসের কারণে এক হাজার ১১৭টি পরিবার বাস্তচ্যুত হয়ে পড়েছে। এ দিকে, বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন সাহায্যকারী প্রতিষ্ঠানকে নিয়ে বন্যাদুর্গতদের সহায়তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

 

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ