• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার আইপিএলে দল কিনছেন রণবীর-দীপিকা

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ১০:৪৬ পিএম

এবার আইপিএলে দল কিনছেন রণবীর-দীপিকা

ক্রীড়া ডেস্ক

বলিউডকে সঙ্গী করেই পথচলা শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আছেন শাহরুখ খান, পাঞ্জাব কিংসের সঙ্গে আছেন প্রীতি জিনতা। এক সময় রাজস্থান রয়্যালসের সঙ্গে ছিলেন শিল্পা শেঠি। এবার সে তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বলিউড দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং।

জানা গেছে, আইপিএলের নতুন এক ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য নিলামে অংশ নেবেন তারা। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার পরিবারও এই নিলামে অংশগ্রহণ করবেন বলে খবর বেরিয়েছে। ২৫ অক্টোবর দুবাইতে নিলাম হওয়ার কথা।

খেলাধুলার সঙ্গে দীপিকার পরিবারের সম্পর্ক আজকের নয়। দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ছিলেন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। অপর দিকে রণবীর সিং আমেরিকার জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএর মুখপাত্র। এ ছাড়া তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গেও জড়িত আছেন। ভারতে প্রিমিয়ার লিগের বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় আর্সেনালের এই সমর্থককে।

তারকাখচিত এই নিলামে বিশ্বের বড় অনেক ব্যবসায়ী অংশ নেবেন বলে জানা গেছে। এর আগে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই নিলামে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা ২০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছিল।

খবর অনুযায়ী, ভারতেরই এক বিশাল করপোরেট কোম্পানি ইংল্যান্ড ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে এই নিলামে অংশ নিতে সাহায্য করছে। করোনা মহামারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের দেনা বেড়েছে প্রায় ৪৫৫ মিলিয়ন পাউন্ড। আউটলুকের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই’র এক মুখপাত্র নিলাম নিয়ে বোর্ডের বর্তমান অবস্থার কথা জানান, ‘বিসিসিআই এখন দেশের বাইরের কোনো দলের কাছে আইপিএলের মালিকানা দিতে চায় না। তারা ভারতীয় কারও কাছেই মালিকানা বিক্রি করতে চায়। কিন্তু ক্ষমতার এই বিষয়গুলো যেকোনো সময়ই বদলে যেতে পারে।

নিলামের ফলাফল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন জানা যাবে বলে জানিয়েছে বিসিসিআই। নাম না জানানোর শর্তে নিলামে নিলামে অংশগ্রহণকারী এক ব্যক্তি নিলামটি সুষ্ঠুভাবেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন, ‘যদিও নিলামটি সবার জন্য উন্মুক্ত নয়, তবুও আমরা আশা করছি, সুষ্ঠু এবং স্বচ্ছভাবে নিলাম প্রক্রিয়াটি শেষ হবে। নিলামে শুধু যাচাই-বাছাই করার সময়েই গরমিল করার সুযোগ থাকে, কিন্তু বিসিসিআই কোনো নির্দিষ্ট কোম্পানিকে সুযোগ দেওয়ার জন্য কোনো দুর্নীতি করবে বলে মনে হয় না।

পরবর্তী আইপিএলে নতুন করে দুটি দল যুক্ত হবে। আহমেদাবাদ এবং লক্ষ্ণৌয়ের নামেই সেই দুটি দলের নামকরণ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে বিসিসিআই ছয়টি শহরের নাম বেছে নিয়েছিল। সেগুলো হলো রাঁচি, লক্ষ্ণৌ, আহমেদাবাদ, গুয়াহাটি, কটক ও ধর্মশালা।

১৫ অক্টোবর পর্দা নামে আইপিএল ২০২১এর। এরপর থেকেই বিসিসিআই আইপিএলের পরের সংস্করণের জন্য তোড়জোড় শুরু করে।

জেডআই/এম. জামান

আর্কাইভ