• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

’৬৯-এর মহানায়কের ৭৯তম জন্মদিন আজ

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৯:৩১ পিএম

’৬৯-এর মহানায়কের ৭৯তম জন্মদিন আজ

সিটি নিউজ ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ’৬৯-এর গণ-অভ্যুত্থানের মহানায়ক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ৭৯তম জন্মদিন আজ শুক্রবার (২২ অক্টোবর)।

১৯৪৩ সালের এই দিনে ভোলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অন্যতম প্রধান তোফায়েল আহমেদ। তার পিতা আজহার আলী ও মা ফাতেমা খানম। তোফায়েল আহমেদ ও আনোয়ারা বেগম দম্পতির একমাত্র কন্যা ডা. তাসলিমা আহমেদ জামান (মুন্নী)।

তোফায়েল আহমেদের এবারের জন্মদিনে কোনো বিশেষ আয়োজন নেই। দীর্ঘদিন চিকিৎসা শেষে দিল্লি থেকে আজ দেশে ফিরবেন তিনি। গত ২ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে নেওয়া হয়।

স্বাধীনতার অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ ভোলা সরকারি হাইস্কুল থেকে ১৯৬০ সালে ম্যাট্রিক পাস করেন।। বরিশাল ব্রজমোহন কলেজ থেকে যথাক্রমে ১৯৬২ এবং ১৯৬৪ সালে পাস করেন আইএসসি এবং বিএসসি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএসসি সম্পন্ন করেন।

বর্ষীয়ান এই নেতা কলেজ জীবন থেকেই সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত। ১৯৬২ সালে ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক এবং কলেজের হোস্টেল অশ্বিনী কুমার হলের সহসভাপতি পদে নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ১৯৬৪-তে ইকবাল হল (শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক, ১৯৬৫-তে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহসভাপতি এবং ১৯৬৬-৬৭তে ইকবাল হল ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন।

১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ডাকসুর ভিপি থাকাকালে চারটি ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন তোফায়েল আহমেদ। এরপর তিনি বঙ্গবন্ধুর ৬ দফাকে হুবহু ১১ দফায় অন্তর্ভুক্ত করে ‘৬৯-এর মহান গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেন।

এই গণ-অভ্যুত্থানে পাকিস্তানি স্বৈরশাসক ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি ৩৩ মাস কারাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ‘আগরতলা মামলায় আটক সব রাজবন্দীকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভার সভাপতি হিসেবে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতিতে তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন।

১৯৭০-এ পাকিস্তান জাতীয় পরিষদ ছাড়াও ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় সংসদে সর্বমোট ৮ বার তিনি এমপি নির্বাচিত হন। ১৯৯২ সালে তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন এবং দীর্ঘ ১৮ বছর এ পদে অধিষ্ঠিত ছিলেন। এ ছাড়া তিনি শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ