• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শুটিং সেটে খেলনা বন্দুকের গুলিতে চিত্রগ্রাহক নিহত

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৯:৩১ পিএম

শুটিং সেটে খেলনা বন্দুকের গুলিতে চিত্রগ্রাহক নিহত

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চলছিল সিনেমার শুটিং। এক দৃশ্যে গোলাগুলির ঘটনা ছিল। সাধারণত সিনেমায় এসব দৃশ্যে নকল বন্দুক ব্যবহার করা হয়। তাছাড়া আসল বন্দুক হলেও সেখানে কোনো গুলি থাকে না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটে না। কিন্তু নিউ মেক্সিকোর সিনেমার শুটিংয়ে ঘটেছে দুর্ঘটনা। হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে চিত্রগ্রাহক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরিচালকও গুরুতর আহত হয়েছেন।

হলিউড ছবি 'রাস্ট' এর সেটে এমন ঘটনা ঘটে। ছবিটির প্রধান নায়ক হিসেবে শুট করছিলেন 'মিশন ইম্পসিবল' ছবি খ্যাত অভিনেতা অ্যালেক বল্ডউইন। হঠাৎই সেটে এমন ঘটনায় স্তম্ভিত হয়ে যায় সবাই।

জানা গেছে, অ্যালেক বল্ডউইনের হাতে থাকা প্রপ গান থেকে ৪২ বছর বয়সী চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনসের শরীরে গুলি লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন 'রাস্ট' ছবির পরিচালক জোয়েল সুজাও। গুলিবিদ্ধ ৪৮ বছর বয়সী এই পরিচালক এখন আইসিইউতে।

অ্যালেক বল্ডউইনের মুখপাত্র এপি নিউজ এজেন্সিকে জানান, প্রপ গান থেকে ভুলবশত গুলি লেগে যায়।

এখনও পর্যন্ত এ নিয়ে কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আপাতত তদন্ত চলছে। খেলনা বন্দুকের মধ্যে কী উপাদান ছিল এবং বন্দুক সেটে গেল কীভাবে- সেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

 

শামীম/এম. জামান

আর্কাইভ