• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী বছর সড়কে বৈপ্লবিক পরিবর্তন হবে : ওবায়দুল কাদের

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৯:০২ পিএম

আগামী বছর সড়কে বৈপ্লবিক পরিবর্তন হবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর পদ্মা সেতু, মেট্রোরেল, বাস র‌্যাপিড ট্রানজিট ও কর্ণফুলী টানেল উদ্বোধন হবে। ফলে সড়কে বৈপ্লবিক পরিবর্তন পুরোপুরি দৃশ্যমান হবে।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে, সড়ক ভবন অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করিএই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে মোটরসাইকেলের উপদ্রব বেড়েছে। চালকরা কোনো নিয়ম মানে না। রাজনৈতিক কর্মীরা মোটরসাইকেল আরোহণে বেশি অনিয়ম করে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। পাখির মতো, মাছির মতো মানুষ মরছে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আগামী বছর সড়কে বৈপ্লবিক পরিবর্তন পুরোপুরি দৃশ্যমান হবে। পদ্মা সেতু উদ্বোধন হবে। এ ছাড়া মেট্রোরেল, বাস র‌্যাপিড ট্রানজিট ও কর্ণফুলী টানেলের উদ্বোধন হবে। আগামী ২৪ অক্টোবর ঢাকা সিলেট, সিলেট তামাবিল সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

যে কোনো মূল্যে বিআরটিএতে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী। অপকর্ম বন্ধ করতে বিআরটিএর চেয়ারম্যানকেও নির্দেশ দিয়েছেন তিনি।

আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই, নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সাসটেইনেবল গোল অর্জন করতে হলে জাতিসংঘ কর্তৃক ঘোষিত ৫০ ভাগ দুর্ঘটনা কমিয়ে আনতে হবে। জাতিসংঘ বলেছে, বাংলাদেশে রাজনৈতিক সদিচ্ছা থাকলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।

জেডআই/এম. জামান

আর্কাইভ