• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ভারতের কাছে হারলেই বিশ্বকাপ শেষ পাকিস্তানের’

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৮:৪৫ পিএম

‘ভারতের কাছে হারলেই বিশ্বকাপ শেষ পাকিস্তানের’

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। মাঠে খেলোয়াড়দের লড়াইয়ের পাশাপাশি চায়ের টেবিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, সব জায়গাতেই চলে দুই দলের সমর্থকদের বাকযুদ্ধ। আর সেটি  যদি হয় বিশ্বকাপ মঞ্চে, তাহলে তো কথাই নেই। ঠিক তেমনই এক লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

রোববার (২৪ অক্টোবর) টি-টোয়েন্টি দুবাইয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। আর সেই ম্যাচটি নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনার শেষ নেই। বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। যে কারণে সেই দুঃখ ঘোচানোর সুযোগ এখন বাবর আজমের সামনে।

এমন সব আলোচনার মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ জানালেন, হাইভোল্টেজ এই ম্যাচে পাকিস্তান হারলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে। ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্তের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন হগ।

তিনি বলেন, ‘যদি পাকিস্তান প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আবার তাদের খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমার মনে হয়, এরপর পাকিস্তান পরের পর্বে যেতে পারবে কি না, সেটাই তখন বড় প্রশ্ন হয়ে উঠবে। যদি ভারতের কাছে পাকিস্তান হারে, তাহলে হয়তো তারা ছিটকেই পড়তে পারে। তারপরও দেখা যাক, কী হয়।

জেডআই/এম. জামান

আর্কাইভ