• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সন্তানকে দেখার আকুতি নিয়ে হাইকোর্টে এক মা

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৬:৫৯ পিএম

সন্তানকে দেখার আকুতি নিয়ে হাইকোর্টে এক মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেড় বছর ধরে নিজ সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না মা তাসনোভা ইকবাল। তাই খানিকটা বাধ্য হয়েই পাঁচ বছরের শিশুকন্যাকে নিজের হেফাজতে নিতে হাইকোর্টে আবেদন করেছেন তিনি।

শিশুটির বাবা মুসফেক আলম সৈকত, দাদা ড. শামসুল আলম ও দাদি মোমতাজ আলমকে বিবাদী করে এ আবেদন দায়ের করা হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) তাসনোভা ইকবালের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন বলেন, মুসফেক আলম ও তাসনোভা ইকবালের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাদের ৫ বছরের একটি কন্যাসন্তান আছে। কিন্তু দেড় বছর ধরে মা তাসনোভা ইকবালের কাছ থেকে সন্তানকে দূরে রাখা হয়েছে। এই সময়ে সন্তানকে দেখতেও দেওয়া হয়নি।

তিনি বলেন, এর আগে আমরা নিম্ন আদালতে সন্তানকে দেখতে চেয়ে আবেদন করেছিলাম। আদালত ভার্চুয়ালি দেখার কথা বলেছিলেন। কিন্তু মা তাসনোভা ইকবাল শিশুকে নিজের জিম্মায় নিতে চান। বৃহস্পতিবার হাইকোর্টে আমরা আবেদন করেছি।

রাজধানী গুলশানের বাসিন্দা তাসনোভা ইকবালের বাবা ইকবাল কামাল ও মা নাজমা সুলতানা।

জেডআই/এম. জামান

আর্কাইভ