• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরীক্ষার প্রশ্ন মানসম্মত হয়েছে : ভিসি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৬:৩৭ পিএম

পরীক্ষার প্রশ্ন মানসম্মত হয়েছে : ভিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন মানসম্মত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেছেন, ‘সুষ্ঠু পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হচ্ছে। আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জেনেছি পরীক্ষার প্রশ্ন মান সম্মত হয়েছে।’

শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদভুক্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এই পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরীক্ষায় ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৭ হাজার ৩৭৪ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেন ২১.৯০ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোটি আট বিভাগের আট বিশ্ববিদ্যালয়ে হয়েছে ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া রাজধানীর বাইরে পরীক্ষা হয়েছে সাত বিশ্ববিদ্যালয়ে। ঢাকার বাইরে যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে সেগুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ক ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে ১ অক্টোবর, খ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে ২ অক্টোবর অনুষ্ঠিত হয়। এছাড়া গ ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে আজ ২২ অক্টোবর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামীকাল ২৩ অক্টোবর। চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।

, , গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। শুধু চ ইউনিট অর্থাৎ চারুকলায় ভর্তি হতে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। ক, , গ ও ঘ ইউনিটের এমসিকিউ পরীক্ষার সময় ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার সময়ও ৪৫ মিনিট।

এস/এম. জামান

আর্কাইভ