• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্কটল্যান্ডের জয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৬:৫০ এএম

স্কটল্যান্ডের জয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

পাপুয়া নিউগিনির সাথে জয়ের পর অনেকটাই নিশ্চিত ছিল বাংলাদেশের সুপার টুয়েলভ খেলা। বরঞ্চ সমীকরণ কিছুটা কঠিন ছিল স্কটল্যান্ডের জন্য। সুপার টুয়েলভে যাওয়ার জন্য জয় দরকার ছিল তাদের। সেখানে ছিল না কোনো রান বা উইকেটের হিসাব। আর জিততে না পারলে ছিটকে যেতে হতো বিশ্বকাপ হতে। 

এমন সমীকরণের মাঝে থেকেও ভড়কে যায়নি স্কটিশরা। স্বাগতিক ওমানকে ৮ উইকেটে হারিয়ে  বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই পা রেখেছে সুপার টুয়েলভে। তাতে বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হয়ে চলে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের গ্রুপে।

আগের দুই ম্যাচের মতো ওমানের আল আমেরাত স্টেডিয়ামে এ দিনও দাপট দেখিয়েই জিতেছে স্কটল্যান্ড। শুরুতে ব্যাট করে তাদের সামনে ১২২ রানের লক্ষ্য দেয় ওমান। ওই লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই তাড়া করে কাইল কোয়েটজারের দল।

টস জিতে আগে ব্যাট করতে নামা ওমান হোঁচট খায় শুরুতে। দলটির সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও বিশ্বকাপের প্রথমপর্বে আনার কারিগর যতিন্দর সিং রান আউট হয়ে ফেরেন কোনো রান না করেই। অবশ্য আরেক ওপেনার আকিব ইলিয়াস রান পেয়েছেন। ৩৫ বলে ৩৭ রান করে লিসাকের বলে আউট হন তিনি।

এছাড়াও মোহাম্মদ নাদিমের ২১ বলে ২৫ ও অধিনায়ক জিসান মাকসুদের ব্যাটে আসে ৩০ বলে ৩৪ রান। তবে এই দুজনের বিদায়ের পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওমানের ইনিংস। ১২২ রানে গুঁটিয়ে যায় তারা। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন জশ ডেভি।

ওমানকে জবাব দিতে নেমে কাজটা কঠিন হয়নি স্কটল্যান্ডের জন্যও। ওপেনার জর্জ মুন্সি ১৯ বলে ২০ রান করে আউট হলেও ঝড় তুলেন অধিনায়ক কোয়েটজার। ২ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৪১ রান করেন তিনি। খাওয়ার আলির বলে তার বিদায়ের পরও অবশ্য খেই হারায়নি স্কটিশরা।

৩৫ বলে ২৬ রান করে ম্যাথিউ ক্রস ও ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন রিচি বেরিংটন। ৩ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড।

 

ইফাত

আর্কাইভ