• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিব-মাহমুদউল্লাহদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৩:০২ এএম

সাকিব-মাহমুদউল্লাহদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক

সব সংশয় দূরে ঠেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) মাসকাটের আল আমিরাত স্টেডিয়ামে পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারায় টাইগাররা।টি-টোয়েন্টিতে রানের হিসাবে টাইগারদের এটি সবচেয়ে বড় জয়। এমন জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। 

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসানকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

এক অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের টি-টোয়েন্টি  ক্রিকেটের ইতিহাসে পাপুয়া নিউ গিনির বিপক্ষে সর্বোচ্চ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।  আমি আশা করি, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।

জেডআই/এম. জামান

আর্কাইভ