• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমরাও মানুষ, সমালোচনা আমাদের স্পর্শ করে : মাহমুদউল্লাহ

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০২:৪৪ এএম

আমরাও মানুষ, সমালোচনা আমাদের স্পর্শ করে : মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরুর বাংলাদেশ দলের খেলোয়াড়দের বিরুদ্ধে ধেয়ে আসছিল সমালোচনার তীর। একের পর এক সেই সমালোচনায় বিদ্ধ হয়েছেন মাহমুদউল্লাহরা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে টাইগাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সমোলোচনার জবাব দিলেন বাংলাদেশের অধিনায়ক।

সংবা সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘সমালোচনা আমাদের স্পর্শ করে। আমরাও মানুষ। আমাদের পরিবার আছে। আমাদের মা-বাবারাও বসে থাকে টিভির সামনে। আমাদের বাচ্চারাও খেলা দেখে। তারাও মন খারাপ করে। সামাজিক যোগাযোগমাধ্যম তো এখন মানুষের হাতের নাগালে। সবার মোবাইলে আছে। সমালোচনা তো হবেই। আমরাও আশা করি সমালোচনা হোক। আমরা খারাপ খেলেছি সমালোচনা হবেই। কিন্তু সমালোচনার মাধ্যমে কেউ কাউকে ছোট করে ফেলে সেটা কিন্তু খারাপ লাগে।

তিনি বলেন, অনেক প্রশ্ন এসেছে। আমাদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট। আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে। আমরা তো চেষ্টা করেছি। চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই। এ রকম না যে আমরা চেষ্টা করিনি। আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ফল আমাদের পক্ষে আনতে পারিনি। সমালোচনা হবেই। এটা কাম্য। কিন্তু সুস্থ সমালোচনা হলে সবার জন্য ভালো।

বাংলাদেশের অধিনায়ক বলেন, আমরাও অনুভব করি। বাংলাদেশের জার্সিটা যখন আমরা গায়ে দেই তখন আমাদেরও সম্মান অনুভব হয়। আমরা দেশের জন্য কতটুকু করি। সবারই ত্যাগ থাকে। কারও ব্যথা থাকে। কারও অনেক ইনজুরি থাকে। ওগুলো নিয়ে আমরা খেলি। দিনের পর দিন আমরা খেলি। পেছনের গল্পগুলো অনেকেই জানে না। এজন্য কমিটমেন্ট নিয়ে প্রশ্ন করা ঠিক না। আশা করি, এখন কিছুটা স্বস্তি পাবো।

মাহমুদউল্লাহ বলেন, সবচেয়ে বড় কথা, দলের ভেতরে যে উদগ্রীবতা ছিল, ওইটা নেই। এজন্য খেলোয়াড় এবং প্রত্যেক টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দেওয়া উচিত। শুধু আমরাই নই। আমাদের স্টাফ, সোহেল ভাই (ম্যাসাজম্যান), রমজান (থ্রোয়ার) প্রত্যেকের ক্রেডিট দিতে হবে। আশা করছি, ভালো কিছু হবে সামনে।

জেডআই/এম. জামান

আর্কাইভ