• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এনসিবি দফতরে অনন্যাকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০১:৫৯ এএম

এনসিবি দফতরে অনন্যাকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক

প্রমোদতরীতে মাদককাণ্ড নিয়ে জটিলতা ক্রমেই বেড়ে চলেছে। এর সঙ্গে জড়িতদের সংখ্যাও বাড়ছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদ করেছে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডেকে। বিকেলে এনসিবি দফতরে তাকে দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার (২২ অক্টোবর) আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

জিজ্ঞাসাবাদের সময় এনসিবি দফতরে অনন্যার সঙ্গে তার বাবাও ছিলেন। এনসিবি দফতর থেকে বের হওয়ার পর সাংবাদিকেরা প্রশ্নের ঝড় বইয়ে দিলেও বাবা-মেয়ে তাদের দিকে তাকাননি। কোনো প্রশ্নের উত্তর দেননি।

বৃহস্পতিবার অনন্যার বান্দ্রার বাড়িতে তল্লাশি চালান এনসিবির কর্মকর্তারা। বাজেয়াপ্ত করেন তার ল্যাপটপ এবং ফোনও। বৃহস্পতিবারই তাকে তলব করা হয় তদন্তকারী সংস্থার দফতরে। বিকেল ৪টার দিকে অনন্যা সেখানে পৌঁছান। ৬টার পর তিনি দফতর থেকে বের হন।

জানা গেছে, এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েই অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেছেন। মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে তিনি ছদ্মবেশে উপস্থিত ছিলেন। তিনিই আটক করেছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে।

বুধবার আরিয়ানের জামিনের শুনানির আগে তার হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া কিছু তথ্য আদালতে পেশ করেছিলেন এনসিবি কর্মকর্তারা। যেখানে এক জন ‘অ্যানি’-এর নামের এক অভিনেত্রীর সঙ্গে মাদক-সংক্রান্ত আলোচনা করছিলেন আরিয়ান। সংবাদমাধ্যমের দাবি, তদন্তকারীরা অনন্যাকেই সেই ‘অ্যানি’ হিসেবে সন্দেহ করছেন। আর সে জন্যই নাকি এই জিজ্ঞাসাবাদের পদক্ষেপ।

এ দিকে বৃহস্পতিবার হাইকোর্ট থেকেও জামিন পাননি আরিয়ান খান। হাইকোর্ট আগামী ২৬ অক্টোবর তার জামিনের শুনানির দিন ধার্য করেছি। ফলে ওইদিন পর্যন্ত তাকে জেলে থাকতে হচ্ছে।

 

শামীম/এম. জামান

আর্কাইভ