• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাড়ির খাবার পাঠাতে জেল কর্তৃপক্ষকে শাহরুখের আবেদন

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ১০:৩৫ পিএম

বাড়ির খাবার পাঠাতে জেল কর্তৃপক্ষকে শাহরুখের আবেদন

বিনোদন ডেস্ক

মাদককাণ্ডে আটক হওয়া ছেলে আরিয়ান খানকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই শাহরুখের পরিবারে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) জামিনের প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত তা হয়নি। ফলে আরও কয়েকদিন জেলে থাকতে হচ্ছে আরিয়ান খানকে। এ দিকে হাইকোর্টে শুনানির আগে শাহরুখ খান সকালে জেলে ছেলের সঙ্গে দেখা করেন।

ছেলের সঙ্গে দেখা হলেও স্বস্তি নেই বাবা শাহরুখের মনে। জম্মের পর থেকেই আরাম আয়েশে মানুষ হওয়া আরিয়ান খানের জেলে সময়টা যে খারাপ যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। জেলের খাবার-দাবারও ঠিকমতো খেতে পারছেন না। ফলে তার শারীরিক অবস্থারও দিনে দিনে অবনতি হচ্ছে।

ছেলের সঙ্গে সাক্ষাতের সময় ঠিকমতো খাওয়া-দাওয়া করছে কি না, সে বিষয়ে জিজ্ঞেস করেন শাহরুখ। আরিয়ান জানান, জেলের খাবার তার ভালো লাগছে না। শাহরুখ তখন জেল কর্তৃপক্ষের কাছে জানতে চান, বাড়ি থেকে খাবার পাঠানো যাবে কি না। জেলকর্তারা জানিয়েছেন, ‘আদালত নির্দেশ দিলে খাবার পাঠানো যাবে।’ সূত্রের খবর, বাবার সঙ্গে দেখা করে কেঁদে ফেলেছিলেন ২৩ বছরের তারকা-সন্তান।

করোনা পরিস্থিতির কারণে জেলের কয়েদিরা তাদের পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারেন না। সে কারণে দিন কয়েক আগে ভিডিও কলের মাধ্যমে ছেলে আরিয়ানের সঙ্গে কথা বলেন শাহরুখ-গৌরী। সে দিনও নাকি মাকে দেখে কেঁদে ফেলেছিলেন শাহরুখ-তনয়।

ছেলের সঙ্গে সাক্ষাতের জন্য সকাল ৯টায় মুম্বাইয়ের আর্থার রোড জেলে পৌঁছেছিলেন শাহরুখ। গ্রিল ও কাচের দেওয়ালের ওপারে ছেলে আরিয়ান খান। কথা হয় ইন্টারকমে। জেলের ভেতরে বাবা-ছেলের প্রায় মিনিট পনেরোর সাক্ষাৎ। তার পরেই দ্রুত বেরিয়ে যান কিং খান। জেলে যাওয়ার সময় শাহরুখ যেমন সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি, বের হওয়ার সময়ও তার ব্যতিক্রম হয়নি। দ্রুত গাড়িতে উঠে জেল এলাকা ছেড়ে যান তিনি।

 

শামীম/এম. জামান

আর্কাইভ