• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৬:৫৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ

জবি প্রতিনিধি

আজ ২০ অক্টোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহক পুরান ঢাকার এই প্রতিষ্ঠানটির রয়েছে সুদীর্ঘ দেড়শ’ বছরের পুরোনো ইতিহাস। বুড়িগঙ্গা নদীর তীরে গড়েওঠা এক সময়ের পাঠশালাটি এখন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়।

উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ঢাকায় পূর্ববঙ্গ ব্রাহ্মসমাজের শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম স্কুল। পাঠশালা হিসেবে যাত্রা শুরুর পর থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। আজ বুধবার (২০ অক্টোবর) এ বিশ্ববিদ্যালয়টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজার জন্য বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি একদিন পেছানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বল্প পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে কাল ২১ অক্টোবর বেলা ১১টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনা, বেলা ১১টা ১০ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এর পর দুপুর ১২টায় অনলাইনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আধুনিক মেডিকেল সেন্টারে টিকা কেন্দ্র উদ্বোধন করার কথা রয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি প্রকৃত বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে আমি কাজ করছি। আমরা গবেষণা খাতে গতবারের চেয়ে বাজেট ডাবল করে দিয়েছি। একই সঙ্গে লাইব্রেরি, আইসিটি, কম্পিউটার কেনা এসব ক্ষেত্রে বাজেট বাড়ানো হয়েছে।

এস/ডাকুয়া

আর্কাইভ